May 19, 2024
আন্তর্জাতিক

চীনে রেস্তোরাঁয় ধস, জন্মদিন পালনে গিয়ে নিহত ২৯

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন। রোববার দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শানজি প্রদেশের দক্ষিণ-পশ্চিমের জিয়াংফেন কাউন্টিতে একটি রেস্তোরাঁ ভবন ধসে পড়ে।

চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জন্মদিনের উৎসব পালনের জন্য আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের নিয়ে দ্বিতল ওই রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করেছিল একটি পরিবার। এই উৎসব উদযাপনের মাঝে ধসে যায় ভবনটি। রোববার সকালে এই ভবনের ধ্বংসস্তুপে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্ত্রণালয় বলছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ২১ জন সামান্য আহত হয়েছেন।

এই দুর্ঘটনা তদন্তে শানজি প্রদেশের সরকার উচ্চ-পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *