January 19, 2025
আন্তর্জাতিক

চীনকে মানবাধিকার লঙ্ঘনের মূল্য দিতে হবে: বাইডেন

চীনকে মানবাধিকার লঙ্ঘনের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর ওপর দমনপীড়নের ঘটনার প্রতিক্রিয়ায় এ কথা বলেন বাইডেন।

জিনজিয়াংয়ে উইগুর মুসলমানদের বন্দিশিবিরে রাখাসহ অন্য মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বজুড়ে সমালোচিত চীন।

টাউন হলে এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, ‘চীনকে এর পরিণাম ভোগ করতে হবে এবং তিনি (চীনা প্রেসিডেন্ট শি জিনপিং) সেটি জানেন। ’

বাইডেন জানান, মানবাধিকারের পক্ষে কথা বলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আবারও তার পুরনো ভূমিকা পালন করবে এবং চীন যেন তা রক্ষা করে, সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *