চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন ২৩ জুলাই
খবর বিজ্ঞপ্তি
নগরীর খালিশপুর চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। সোমবার এ তফশিল ঘোষণা করা হয়। ঘোষিত তফশিল অনুযায়ী ৬ ও ৭ জুলাই মনোনয়ন পত্র বিতরণ,৮ জুলাই মনোনয়ন পত্র দাখিল, ৯ জুলাই মনোনয়ন পত্র বাছাই, ১০ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহার, ১১ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতিক বরাদ্দ, ২৩ জুলাই সমিতির কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
তিন সদস্য বিশিষ্ট এ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে খুলনা জেলা সমাজেসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আইনাল হক এবং নির্বাচন কমিশনার হিসেবে মোঃ জিয়াউর রহমান ও কাজী সাফায়েত হোসেন দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, গত ২৫ জুন চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।