May 18, 2024
খেলাধুলালেটেস্ট

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম

দীর্ঘদিন ধরে পুরানো কোমরের ব্যাথায় ভুগছেন তামিম ইকবাল। চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম। সোমবার (৩১ জুলাই)  বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি। 

কোমরের ব্যথার স্থায়ী সমধানের জন্য অস্ত্রোপচার করার কথা ছিল। তবে অস্ত্রোপচার না করে কোমরের ডিস্কে সবমিলিয়ে ৫টি ইনজেকশন নিয়েছেন তামিম। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি না হয়ে সোজা নিজ বাসায় চলে গেছেন এই ওপেনার।

জানা গেছে, আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তামিমকে। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন তিনি।

আগামী দুই-এক দিনের মধ্যে ক্রিকেট বোর্ডের সঙ্গে জরুরি আলোচনার বসবেন তামিম। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে আলাপ করবেন তিনি। মাঠে ফিরলেও অধিনায়ক হিসেবে থাকবেন কি না তা জানা যাবে দুই পক্ষের সেই আলোচনা শেষে।

ক্রীড়া সংবাদদাতা

শেয়ার করুন: