May 3, 2024
জাতীয়

চার বিএসএফ সদস্য আটকেনর পর পতাকা বৈঠকে হস্তান্তর

দক্ষিণাঞ্চল ডেস্ক

চোরাকারবারীকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চার সদস্য বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়েছে। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে আটক হয় বিএসএফ’এর ওই সদস্যরা। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর (বাল্লক) সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

সালদা নদী বিওপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ মো. সামছুল হক জানান, বিএসএফ সদস্যরা ভারতের একজন চোরাকারবারীকে আটকের জন্য ধাওয়া করে। চোরাকারবারী বাংলাদেশ সীমান্ত প্রবেশের পর তাকে আটকের জন্য বিএসএফ’র সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ ভেতরে চলে আসে। তাদেরকে দেখতে পেয়ে টহলে থাকা বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তীতে বিজিবি এবং বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র চার সদস্যকে ফিরিয়ে দেওয়া হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *