চটপট চানা চাট
চানা চাট খুব স্পাইসি আর টক হয়,খেতেও অনেক মজা। এটা তৈরি করতে যা যা লাগবে-
-সিদ্ধ ছোলা ২ কাপ
-সিদ্ধ আলু কুচি ১ ১/২ কাপ
-সিদ্ধ ডিম ২ টি ( ঝুরঝুরা করে কাটা )
-ধনে পাতা কুচি আধা কাপ
-কাঁচা মরিচ কুচি কয়েকটি
-শশা কুচি আধা কাপ
-চাট মশলা পরিমাণমত
-লবণ পরিমাণ মত
-ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ
-ধনে গুঁড়া আধা চা চামচ
-তেতুলের রস আধা কাপ
প্রণালী :
সিদ্ধ ছোলা প্যানে নিয়ে অল্প গরম পানি দিয়ে তাতে আলু কুচি, ধনে গুঁড়া ,জিরা গুঁড়া (অর্ধেকটুকু ), লবণ দিয়ে ৫ / ৬ মিনিট রান্না করে নিতে হবে। তারপর তাতে একে একে বাকি সব কিছু ভালোভাবে মিশিয়ে পরিবেশন করতে হবে।