May 5, 2024
জাতীয়লেটেস্ট

গ্যাসের পাইপলাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

গ্যাসের পাইপলাইনের চলমান কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, অনেক জায়গায় গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এসব কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। পাইপলাইনগুলো আরও তাড়াতাড়ি শেষ করতে বলা হয়েছে, যাতে গ্যাস এবং ফুয়েল পাইপলাইনের মাধ্যমে দেওয়া যায়। তাহলে সিস্টেম লসসহ অন্যান্য লস যেমন ক্যারিং কস্ট, হ্যাজার্ড এগুলো কমে আসবে, কার্যকারিতা বাড়বে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেক জায়গায় পাইপলাইন বসানোর কাজ চলছে। এগুলো খুব দ্রুত কাজ করে সরবরাহ যেন পাইপলাইনের মাধ্যমে যথাসম্ভব বিশেষ করে প্রধান সরবরাহগুলো যেন আনা হয়। কারণ সব জায়গায় পাইপলাইন দেওয়া সম্ভব হবে না। ঢাকা থেকে পাইপলাইন দিয়ে গ্যাস যাচ্ছে সব জায়গায়। এটার খরচ তো স্বাভাবিকভাবেই কম। এজন্যই পাইপলাইন খুব দ্রুত করার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *