May 3, 2024
জাতীয়লেটেস্ট

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে ছয় আসামির জবানবন্দি

দক্ষিণাঞ্চল ডেস্ক
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয় আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, রবিবার বিকাল ৩টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হুমায়ুন কবির, বিচারিক হাকিম তানিয়া সুলতানা লিপি ও মো. শরীফুর রহমানের আদালতে ছয় আসামিকে হাজির করা হয়। পরে তাদের জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়। বিকাল ৫টা থেকে আসামিরা জবানবন্দি দিচ্ছেন। শেষ হলে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান তদন্ত কর্মকর্তা।
আসামিরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের রাকিব মিয়া ওরফে ইমন (২২), শহরের মার্কাস মহল্লার পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), মো. হেলাল সরদার (২৪), নবীনবাগের মো. নাহিদ রায়হান (২৪) ও তূর্য মোহন্ত (২৬)। গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে শুক্রবার রাতে র‌্যাব ছয় আসামিকে গ্রেপ্তার করে। পরে শনিবার তাদের গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শিক্ষার্থীরা জানান, ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে নবীনবাগ হেলিপ্যাডের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন ব্যাটারিচালিত একটি ইজিবাইকে এসে ওই ছাত্রী আর তার বন্ধুকে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে তুলে নিয়ে যায়। সেখানে বন্ধুকে আটকে রেখে মারধর করা হয়। এবং ওই ছাত্রী দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পরে ভুক্তভোগী ছাত্রী মেসে গিয়ে বন্ধুদের ঘটনাটি জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে তারা তাকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে এর প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাও হয়। ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামিকরে একটা মামলা দায়ের করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *