গোপালগঞ্জে দুই বাইকের সংঘর্ষে পুলিশসহ নিহত ৩
দক্ষিণাঞ্চল ডেস্ক
গোপালগেঞ্জ দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পুলিশের এক এএসআই। কোটালীপাড়া থানার ওসি লুৎফর রহমান শেখ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে দেবগ্রাম এলাকায় কোটালীপাড়া-রজৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার কাশিয়ানীর থানার কম্পিউটার অপারেটর এমমাদুল হক (২৪), মোটরসাইকেল চালক কোটালীপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের রঞ্জিত বিশ্বাস (২৮) ও কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামের ব্রজেন হালদারের ছেলে প্রসেনজিৎ হালদার (২৬)।
ওসি শেখ লুৎফর বলেন, দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এমদাদুল ও মোটরসাইকেল চালক রঞ্জিত ঘটনাস্থলেই নিহত হন। আহত প্রসেনজিৎ ও রাজৈর থানার এএসআই মনিরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে প্রসেনজিৎ মারা যান। আহত মনিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ওসি বলেন, এমদাদুল মাদারীপুরের রাজৈর উপজেলার মাজুমদার গ্রামের মোতাহার মোলার ছেলে। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানায় কম্পিউটার অপারেটরের পদে কাজ করতেন। ছুটি শেষে কর্মস্থলে যাচ্ছিলেন।