May 2, 2024
বিনোদন জগৎ

গেল দশকে বলিউডের সেরা দশ ব্লকবাস্টার

গত এক দশকে বলিউড বহু সংখ্যক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। এর মধ্যে চমৎকার কয়েকটি ব্লকবাস্টার সিনেমা রয়েছে। ২০১০ থেকে ২০১৯ -এই দশ বছরে বিশ্বজুড়ে আয়ের হিসেবে বক্স অফিসের সেরা দশটি ব্লকবাস্টার সিনেমাগুলো কী কী তা আরেকবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

১। দঙ্গল (২০১৬)
পরিচালক: নীতিশ তিওয়ারি
অভিনয়ে: আমির খান, ফাতিমা সানা শেখ, জাইরা ওয়াসিম, সনিয়া মালহোত্রা প্রমুখ
বিশ্বজুড়ে মোট আয়: ১৯৬৪ কোটি রুপি

২। বাহুবলি: দ্য কনক্লুসন (২০১৭)
পরিচালক: এস এস রাজামৌলি
অভিনয়ে: প্রভাস, রানা দগ্গুবতি, আনুশকা শেঠি, সত্যরাজ, রাম্য কৃষ্ণন, তামান্নাহ ভাটিয়া
বিশ্বজুড়ে মোট আয়: ১৮১০ কোটি রুপি

৩। বজরঙ্গি ভাইজান (২০১৫)
পরিচালক: কবির খান
অভিনয়ে: সালমান খান, কারিনা কাপুর, হরশালি মালহোত্রা, নওয়াজুদ্দিন সিদ্দিকি
বিশ্বজুড়ে মোট আয়: ৯১৮ কোটি রুপি

৪। সিক্রেট সুপারস্টার (২০১৬)
পরিচালক: অদ্বৈত চন্দন
অভিনয়ে: আমির খান, জাইরা ওয়াসিম, মেহের বিজ, রাজ অর্জুন
বিশ্বজুড়ে মোট আয়: ৮৭৫ কোটি রুপি

৫। পিকে (২০১৫)
পরিচালক: রাজকুমার হিরানি
অভিনয়ে: আমির খান, আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, সৌরভ শুক্লা, সুশান্ত সিং রাজপুত
বিশ্বজুড়ে মোট আয়: ৭৬৯ কোটি রুপি

৬। বাহুবলি: দ্য বিগিনিং (২০১৬)
পরিচালক: এস এস রাজামৌলি
অভিনয়ে: প্রভাস, রানা দগ্গুবতি, আনুশকা শেঠি, সত্যরাজ, রাম্য কৃষ্ণন, তামান্নাহ ভাটিয়া
বিশ্বজুড়ে মোট আয়: ৬৫০ কোটি রুপি

৭। সুলতান (২০১৬)
পরিচালক: আলি আব্বাস জাফর
অভিনয়ে: সালমান খান, আনুশকা শর্মা, রণদীপ হুদা
বিশ্বজুড়ে মোট আয়: ৬১৪ কোটি রুপি

৮। সনজু (২০১৮)
পরিচালক: রাজকুমার হিরানি
অভিনয়ে: রণবীর কাপুর, সোনম কাপুর, মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, আনুশকা শর্মা, দিয়া মির্জা, ভিকি কৌশল
বিশ্বজুড়ে মোট আয়: ৫৮৬ কোটি রুপি

৯। পদ্মাবত (২০১৮)
পরিচালক: সঞ্জয় লীলা বানসালি
অভিনয়ে: দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শহীদ কাপুর, অদিতি রাও হায়দারি, রাজা মুরাদ
বিশ্বজুড়ে মোট আয়: ৫৭১ কোটি রুপি

১০। টাইগার জিন্দা হ্যায় (২০১৭)
পরিচালক: আলি আব্বাস জাফর
অভিনয়ে: সালমান খান, ক্যাটরিনা কাইফ, পরেশ রাওয়াল, অনুপ্রিয়া গোয়েনকা, নওয়াব শাহ, অঙ্গদ বেদী
বিশ্বজুড়ে মোট আয়: ৫৬৪ কোটি রুপি

দেখা যাচ্ছে, গেল দশকের শীর্ষ দশ ব্লকবাস্টার সিনেমার মধ্যে আমির খান অভিনীত ৩টি ও সালমান খান অভিনীত ৩টি সিনেমা রয়েছে। সহ-অভিনেত্রী হিসেবে আনুশকা শর্মা ৩টিতে ও আনুশকা শেঠি ২টি সিনেমা রয়েছে। এছাড়া প্রধান নারী চরিত্রে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও জাইরা ওয়াসিম সাফল্য পেয়েছেন। আর পরিচালক রাজকুমার হিরানি ও এস এস রাজামৌলির রয়েছে ২টি করে ব্লকবাস্টার সিনেমা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *