গিলাতলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও দেশীয় সংস্কৃতি উৎসবের উদ্বোধন কাল
খানজাহান আলী থানা প্রতিনিধি
ঐতিহ্যবাহী গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের উদ্যোগে ১নং আটরা গিলাতলা ও ৮নং সিদ্দিপাশা ইউনিয়নের সহযোগিতায় ভৈরবনদে ঐতিহ্যবাহী শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ ও তিন দিনব্যাপী ৮তম দেশীয় সংষ্কৃতি উৎসবের উদ্বোধন আগামীকাল শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা, জারীগান-সারীগান, লাঠি খেলা প্রতিযোগিতা, ভেলা বাইচ. ক্রীড়া প্রতিযোগিতা, সাতার প্রতিযোগিতা, সাংষ্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সহ গ্রাম বাংলার দেশীয় ঐতিহ্যবাহী উৎসবের আগামীকাল শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উদ্বোধন করবেন আলহাজ্জ মো. কবির হোসেন তালুকদার। বিশেষ অতিথি থাকবেন খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান ও থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন নজরুল থিয়েটার ক্লাবের প্রতিষ্ঠাতার পুত্র বিশিষ্ট সমাজসেবক সরদার আলী আহম্মেদ। ক্লাবের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলাম (রাজা) অনুষ্ঠান পরিচালনা করবেন। দৃষ্টিনন্দন গেটসহ বিভিন্ন শোভা বর্ধন রং বেরংয়ের ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে গোটা এলাকা। বাস্তবায়ন কমিটি ইতোমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি জাকির হোসেন।