গাজীপুরে মাছ বিক্রেতাকে কুপিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক মাছ বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, মঙ্গলবার ভোরের দিকে ঠেঙ্গারবান্ধ এলাকায় পদ্মা অক্সিজেন ফ্যাক্টরির সামনে মৌচাক-ফুলবাড়িয়া সড়কের পাশে তাকে হত্যা করা হয়।
নিহতত রনি শেখ (৩০) ঢাকার সাভার উপজেলার ব্যাংক কলোনিতে ভাড়া বাসায় থেকে মাছ কেনাবেচা করতেন। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার গোবিন্দপুর এলাকার রাজ্জাক শেখের ছেলে তিনি।
পরিদর্শক মোজাম্মেল বলেন, রনি সোমবার রাতে পিকআপ নিয়ে চাবাগান এলাকায় মাছ কেনার জন্য আসেন। ভোরের দিকে তাকে ধারালো অস্ত্র ও রড দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে হত্যা করা হয়।
পিকআপ চালক ও সহকারীর সঙ্গে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশের পাশ থেকে গাড়ির চাকা খোলার একটি যন্ত্র উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।