গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন ১৫ করোনা রোগী সনাক্ত
আলি আবরার
গত ২৪ ঘণ্টায় খুলনা, কুষ্টিয়া ও যশোর ল্যাবে টেস্টের মাধ্যমে নতুন করে ১৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে এবং এই মিলে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৭৮ জনে।
এই ১৫ জনের ভেতরে একজন সাতক্ষীরার, একজন যশোরের, চার জন ঝিনাইদাহের, ৭ জন চুয়াডাঙ্গার এবং ২ জন মেহেরপুরের।
খুলনা বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডঃ ফেরদৌসি আক্তার জানান,” গত ২৪ ঘণ্টায় আমরা খুলনা মেডিকেলের সহ বিভাগের আরো ২ টি ল্যাবের রিপোর্ট পেয়েছি যেখানে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৫ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে।”
তিনি আরো জানান, এপ্রিলের ৭ তারিখের পর থেকে আজকে দুপুর ১২ টা পর্যন্ত বিভাগের ৩ টি পরীক্ষাগারে ৩,৩০৭ টি নমুনা পরীক্ষার পর মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৭৮।
এই ১৭৮ রোগীদের অবস্থান
- ১৬ জন খুলনার
- ৩ জন বাগেরহাটের
- ২ জন সাতক্ষীরার
- ৭০ জন যশোরের
- ৩২ জন ঝিনাইদাহের
- ৫ জন মাগুররার
- ১৩ জন নড়াইলের
- ১৬ জন কুষ্টিয়ার
- ১৬ জন চুয়াডাঙ্গার
- এবং ৫ জন মেহেরপুরের
গতকাল রাতে খুলনায় চিকিৎসারত অবস্থায় একজন করোনা রোগী মারা গিয়েছে। মৃতের বয়স ৬৫ এবং তাঁর বাড়ি রূপসা উপজেলায় দিয়ারা গ্রামে। এই মিলে খুলনা জেলায় করোনায় ২ জনের মৃত্যু হল।
আর এ পর্যন্ত খুলনা বিভাগে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল। অন্যদিকে এ মুহূর্তে ৪১ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে, ৬ জন সুস্থ হওয়ার পর ছাড়পত্র পেয়েছেন এবং বাকি সকল রোগী যে যার বাড়ীতে অবস্থান করছে।