December 21, 2024
আঞ্চলিক

গণতন্ত্রের সংকটকালে ড্যাব সাহসী ভূমিকা পালন করেছে : মঞ্জু

 

 

 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু পেশাজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন ড্যাবের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেছেন, গণতন্ত্র যখনই সংকটে পড়েছে তখনই এ সংগঠনের সদস্যরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারান্তরীনকালে ও গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকাকালে ডাক্তারদের সাহসী ভূমিকারও প্রশংসা করেন তিনি।

জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব খুলনা শাখা আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার বিকেলে নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের ব্যাঙ্কোয়েট হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাঃ শওকত আলী লস্করের পরিচালনায় আলোচনায় অংশ নেন খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, ডাঃ রফিকুল হক বাবলু, বারের সভাপতি এ্যাড. নুরুল হাসান রুবা, আমীর এজাজ খান, ডাঃ মোস্তফা কামাল ও অধ্যাপক ডাঃ সেখ মোঃ আখতার উজ জামান।  ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *