January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনা সিআইডির অভিযানে প্রতারক গ্রেফতার

দ. প্রতিবেদক
খুলনায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আলী হোসেন গাজী (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ডুমুরিয়ার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন গাজী ডুমুরিয়া উপজেলার মারতিয়া গ্রামের সরোয়ার গাজীর পুত্র।
খুলনা সিআইডি সূত্র জানায়, পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে বুধবার ডুমুরিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীরা (মামলা নং- ১৬, তাং- ১৬/১২/২০ ধারা- ১৭০, ৪০৬, ৪১৯, ৪২০ ও ৪৬৫)। মামলাটির দায়িত্ব পাওয়ার পর সিআইডি চুকনগর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সিআইডির পুলিশ পরিদর্শক গোলাম ছরোয়ার মামলাটি তদন্ত করছেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *