খুলনা সাহিত্য ভবন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠন
খবর বিজ্ঞপ্তি
খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীর তৃতীয় তলায় লেখক ও সংগঠক এস এম শেরআলী শেরবাগ এর আহবানে খুলনা সাহিত্য ভবন চাই দাবীর সমর্থনে খুলনা সাহিত্য ভবন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ গঠন করতে একটা মতবিনিময় সভা সমন্বিত সাহিত্য পর্ষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও প্রবন্ধকার ফাতিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মহাসচিব শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদকে আহবায়ক ও পড়শি সম্মিলিত সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা এস এম শেরআলী শেরবাগ কে সদস্য সচিব করে ‘খুলনা সাহিত্য ভবন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়।
কমিটির যুগ্ম আহŸায়ক হলেন ফাতিমা আলী, ড. সুরাইয়া ইয়াসমীন হীরা, হাসি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ হাওলাদার, জামান মনির, আবু আসলাম বাবু (কবি ও সাংবাদিক), কবি শাহী সবুর, সৈয়দ আলী হাকিম, শেখ আলিয়ার রহমান, কবি বিমল কৃষ্ণ রায়, বদিউলের আলম চৌধুরী, কবি এজি রানা, স ম হাফিজুল ইসলাম, এইচ এম আরিফ হোসেন, ক্বারী আবুল খায়ের (রুহানী কবি)।
যুগ্ম-সদস্য সচিব হলেন নুরুন নাহার হীরা, রেবেকা সুলতানা, আশীষ কুমার দাস, ইকবাল হোসেন, এল কে টফি, নাজমুল তারেক তুষার, সেলিম মাহবুব ও মোঃ আজগর হোসেন।
সদস্য হলেন মোহাম্মাদ আলী বাবু, কাওসার জাহান মন্টু, এম আসাদুজ্জামান মুন্না, কবি সঞ্জয় রঞ্জন দাস, কাজী হুমায়ুন কবীর, কবি নুর মোহাম্মাদ, কাজী রিয়াজুর হক, জেসমিন জামান, মোঃ জাহাঙ্গীর আলম, মোহনার দেওয়ান, সাইফুর রহমান মিনা, শেখ আব্দুর রাজ্জাক, মোঃ মনিরুজ্জামান মিলন, শেখ মোঃ রুহুল আমিন, মোঃ মাসুদ রানা, শিরিন বুলবুল, মোঃ ইকবাল, শিরিন আফরোজ রাণী, শাহীন আবেদীন, এস এম আব্দুর রহমান, রায়হান ফেরদৌস, এইচ এম শামীম হোসেন, গৌরদাস বিশ্বাস, মোঃ ইউসুফ আলী।