খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অনশন শুরু
দ: প্রতিবেদক
মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, পাটক্রয়ে অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে খুলনায় দ্বিতীয় বারের মতো আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। গতকাল রবিবার দুপুর ২টা থেকে নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে স্ব-স্ব মিলগেটে অবস্থান নেয় শ্রমিকরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সাথে আন্দোলন কর্মসূচিতে পাটকলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে।
অনশনে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন ও আলিম জুট মিলের কয়েক হাজার শ্রমিক অংশ নিয়েছে। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে ১০ ডিসেম্বর থেকে একই দাবিতে টানা চারদিন অনশন পালন করে শ্রমিকরা।
সংগঠনের যুগ্ম-আহŸায়ক মো. মুরাদ হোসেন জানান, চলমান সংকট সমাধানে ১৫ ডিসেম্বর বিজেএমসিতে ও ২৬ ডিসেম্বর শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক নেতাদের সাথে বৈঠকে কোন সমাধান হয়নি। মন্ত্রণালয় বার বার আশ্বাস দিলেও মজুরি কমিশন বাস্তবায়ন করেনি। উপরন্তু, পাটখাতকে ধংস করতে ষড়যন্ত্র করা হচ্ছে। ফলে বাধ্য হয়ে শ্রমিকরা আবারো আন্দোলনে নেমেছে।
জানা যায়, বর্তমানে খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে কর্মরত প্রায় ৩০ হাজার শ্রমিকের ৪ থেকে ৬ সপ্তাহের মজুরি এবং কর্মকর্তা-কর্মচারীদের ২ মাসের বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে বকেয়া পাওনা ৪০-৪৫ কোটি টাকা। ন্যায্য মজুরি-বেতন না পেয়ে শ্রমিক-কর্মচারিরা মানবেতন জীবন-যাপন করছেন।
পাটকল সিবিএ শ্রমিক নেতা সোহরাব হোসেন বলেন, ১ম দফায় অনশনে খুলনায় দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারপরও মজুরি কমিশন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। শ্রমিকের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। কিন্তু মন্ত্রণালয় আলোচনার নামে বার বার সময়ক্ষেপন করছে। এতে হতাশ শ্রমিকরা দাবি আদায়ের আন্দোলনে আবারো রাজপথে নেমেছেন।
ফুলবাড়ীগেট প্রতিনিধি জানান, আটরা শিল্পাঞ্চলের আলিম ও ইষ্টার্ণ জুট মিলস্ শ্রমিক কর্মচারীরা মজুরী কমিশন সহ ১১ দফা দাবীতে ১৫ দিন পর আলোচনা ফলপ্রসু না হওয়ায় পুনরায় আমরণ গণঅনশন শুরু করেছে। ইষ্টার্ণ জুটমিলের প্রধান ফটকের সামনে গতকাল রবিবার বেলা ২টায় অনশন শুরু করে শ্রমিক কর্মচারীরা।
আলিম ও ইষ্টার্ণ জুটমিল শ্রমিক-কর্মচারীদের অনশন চলাকালে ইষ্টান জুট মিল সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন আলিম সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার, মোঃ ইউসুফ আলী, মোঃ আলম হোসেন, মোঃ আমিরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, আঃ হক মহলদার, হাফেজ আঃ সালাম, আমিরুল ইসলাম, ইজদান আলী, মোজাম্মেল হক, হাসান শরীফ, আঃ রশিদ, আকসার আলী, আঃ মজিদ মোল্ল্যা, শেখ জাকারিয়া, সর্দার আনোয়ার হোসেন, মেহেদী হাসান বিল্লাল, মনিরুল ইসলাম আকুঞ্জি, শেখ শামিমুল ইসলাম, আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, আলতাফ হোসেন, হাফিজুর রহমান,বদর উদ্দিন বিশ্বাস, নাজমুল হক প্রমুখ। এদিকে অনশন চলাকালে বাংলাদেশ ওয়াকার্স পার্টি পলিট ব্যুরো সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি কামরুল হাসান শ্রমিকদের ন্যায় সংগত দাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।