খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক দুইজনকে জেল
দ: প্রতিবেদক
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে পার্থ বিশ্বাস (২৬) ও বিধান মন্ডল (৩৫)। তাদের কাছ থেকে ৩শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। সোমবার রাত পৌনে ১১টায় লবনচরা থানাধীন সাচিবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত¡াবধানে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি টিম উক্ত এলাকায় সোমবার রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় সাচিবুনিয়া ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র বিশ্বাসের পুত্র পার্থ বিশ্বাসকে ২শ’ গ্রাম গাজাসহ আটক করে। একই বলরাম মন্ডলের পুত্র বিধান মন্ডলকে ১শ’ গ্রাম গাজাসহ আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত সাজা প্রদান করা হয়।