খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি
নগর আ’লীগ : দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে মাল্যদান, নগরীর প্রত্যেক ওয়ার্ড এবং ইউনিয়ন কার্যালয়ে বঙ্গবন্ধু’র ভাষণ প্রচার, প্রত্যেক মসজিদ মাদ্রাসায় বিশেষ দোয়া, মন্দির প্যাগোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা এবং সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।