November 30, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনা মহানগরীর সুপেয় পানি সমস্যা সমাধানের দাবি

দ. প্রতিবেদক
খুলনা সুপেয় পানি আন্দোলন কমিটির আয়োজনে শনিবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে খুলনা মহানগর এলাকায় সুপেয় পানি সমস্যা সমাধানের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষা মঞ্চ, জলবায়ু অধিপরামর্শ ফোরাম, ঐতিহ্য, বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা)-সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সম্মিলিত উদ্যোগের এই সুপেয় পানি আন্দোলন কমিটির সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা। সার্বিক প্রেক্ষাপট আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক এবং পরিবেশ সুরক্ষা মঞ্চের অন্যতম সদস্য গৌরাঙ্গ নন্দী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহ্বায়ক নাজমুল আযম ডেভিড।
সংবাদ সম্মেলনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রভাবের দ্বারা ক্ষতিগ্রস্ত দেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সুপেয় পানি প্রাপ্যতা। ১৮ লাখ মানুষের ৪৬ বর্গ-কিলোমিটারের খুলনা মহানগরীতে গ্রীষ্ম মৌসুমে পানি সংকট দেখা দেয়। বিভিন্ন স্থানে দিনরাত পাম্প চালিয়েও পানি উঠছে না। যাদের বাড়িতে নলকূপ আছে তারাও খাবার পানি পাচ্ছেন না। তারাও ছুটছেন খাবার পানির সন্ধানে। যাদের টাকা আছে তারা ডিপ-টিউবঅয়েলের সাথে সাব-মার্সিবল পাম্প বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। পানির স্তর দ্রুত নেমে যাচ্ছে, এর অন্যতম কারণ নিয়ন্ত্রণহীন ভুগর্ভস্থ পানি উত্তোলন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমানে ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া ও মধুমতি নদীতে লবণাক্ততা বৃদ্ধির কারণে ওয়াসা নগরবাসীকে মানসম্মত পানি সরবরাহে ব্যর্থ হয়েছে। মার্চ ২০১১ সালে জাইকা’র ফিজিবিলিটি স্টাডি করেছিল এনজেএস কনসালটেন্ট কোং লিমিটেড; সেখানে ওয়াসা কর্তৃক সম্পাদিত একটি স্টাডির উদ্ধৃতি দিয়ে বলা হয়, যে এলাকায় এই স্টাডি সম্পন্ন হয়েছে সেখানের পানিতে ক্লোরাইডের উচ্চ মাত্রার উপস্থিতি রয়েছে। এমতাবস্থায় খুলনা ওয়াসা দুটি পানির লাইন তথা একটি খাবার পানি অন্যটি গৃহস্থলী কাজে ব্যবহারের পানি স্থাপনের পরিকল্পনা করে খাবার পানির সংকট কমিয়ে আনার ব্যবস্থা অন্যথায় শতভাগ খাবার পানি নিশ্চয়তার দাবি জানানো হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. এনায়েত আলী, প্রফেসর ড. ইয়াহিয়া আখতার, সাংবাদিক এম এম জাহিদ হোসেন, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, অজন্তা দাশ, মাহফুজুর রহমান মুকুল, সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনিরুল হক বাচ্চু, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, নাগরিক নেতা এড. জাহাঙ্গীর আলম, আফজাল হোসেন রাজু, কাজী খালিদ পাশা জয়, শিরিন আক্তার, সাংস্কৃতিক আকবর হোসেন প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *