খুলনা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
দ. প্রতিবেদক
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন কর্তৃক খুলনা শহরের ফেরিঘাট মোড়, শান্তিধাম মোড় ও রয়েল মোড় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ফেরিঘাট মোড়ের সেলিম সুইটস্কে ২ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা, শান্তিধাম এলাকার আব্বাসের হোটেলকে ৩ হাজার টাকা এবং সাতরাস্তা মোড়ের উই হাংরি রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সচেতনতামূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। অভিযানে সার্বিক সহায়তা ছিলেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), খুলনা-এর প্রতিনিধি এবং ৩ এপিবিএন, শিরোমনি, খুলনা-এর সদস্যবৃন্দ। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ