খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার না করতে ছাত্রলীগের আহবান
খবর বিজ্ঞপ্তি
সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ ও শিক্ষকদের সাথে অশোভন আচরনের অভিযোগে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকে ওই ছাত্রদ্বয় শাস্তি প্রত্যাহারের দাবিতে অনশন কর্মসূচী পালন করছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট করার লক্ষ্যে কতিপয় সুবিধাবাদী সংগঠন উস্কানিমূলক বিবৃতি প্রদান করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশকে অশান্ত বা প্রশ্নবিদ্ধ করার জন্য নামমাত্র সংগঠনগুলো অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকে বাংলাদেশের একমাত্র রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়। সেকারনেই ছাত্রলীগ কখনোই বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করে না। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের অনেক ত্যাগের ফসল। এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করলে ছাত্রলীগ থেমে থাকবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, ছাত্রলীগ সবসময় যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনার স্বার্থে কাজ করে থাকে। খুলনা বিশ্ববিদ্যালয় অরাজনৈতিক প্রতিষ্ঠান হওয়ার কারনে ছাত্রলীগ ছাত্রদের কোন কার্যক্রমে হস্তক্ষেপ করে না। ছাত্রলীগ মনে করে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ে যেকোন অপরাধের শাস্তি বিধান ও প্রত্যাহারের জন্য সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সেক্ষেত্রে ওই ছাত্রদ্বয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করলে এই সমস্যার সমাধান সহজতর হতো বলে আমরা মনে করি। সেক্ষেত্রে কোন রাজনৈতিক সংগঠন সঠিক তথ্য বা ঘটনা না জেনে বিবৃতি প্রদান করে গুজব না ছড়ানোর জন্য ছাত্রলীগ আহবান জানায়।
অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষকদের সাথে সম্মানপূর্বক আচরণ করার জন্য অনুরোধ জানিয়েছে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি মো: পারভেজ হাওলাদার, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ