খুলনা বিভাগে করোনায় একদিনে চিকিৎসকসহ ৭ জনের মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩৮ জন। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গত রবিবার বিভাগে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছিল এবং ৯১ জনের করোনা শনাক্ত হয়েছিল।
খুলনা সিটি মেডিকেল হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট ফকিরহাটের ডাঃ আমিয় কুমার বিশ্বাস (৫৯) মারা গেছেন। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে তিনজন, খুলনায় একজন, কুষ্টিয়ায় দুইজন ও নড়াইলে একজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১০ হাজার ৮৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮৬জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৭৬জন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৮২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৫১ জনের। এছাড়া যশোরে ৪৮৩ জন, ঝিনাইদহে ২৬৪, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮০, বাগেরহাটে ১৪২, নড়াইলে ১১৭, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়ায় ৩৭জন। এ ছাড়া খুলনায় ২৫জন, বাগেরহাটে ৭, সাতক্ষীরায় ১০জন, যশোরে ১৪জন, নড়াইলে ৮জন, মাগুরায় দুই জন, ঝিনাইদহে ২০জন, চুয়াডাঙ্গায় এক জন ও মেহেরপুরে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়