খুলনা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা পদক পেলেন মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবায়দুল
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ০৫ নং ভান্ডারকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সফল চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবায়দুলকে তার ভালো কর্মের গুণাবলীর কারণে বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জানা গেছে আইন সহায়তা কেন্দ্র (আসক) খুলনা বিভাগীয় ও জেলা কমিটি থেকে তিনি এই সম্মাননা পেয়েছেন। তিনি চলতি বছরের গত ২৫ শে অক্টোবর ২০২২ ইং চলতি তারিখে ঘটে যাওয়া দেশের ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ সিত্রাং এ জীবন বাজি রেখে নিজে পোশাক ও হেলমেট পরে জনগণের পাশে থেকে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর ছিলেন। ভয়ংকর দূর্যোগে তিনি নিজে আঘাত প্রাপ্ত হয়েও তা হাসিমুখে বরণ করে জনগণের পাশে থাকার জন্য সফল সমাজ সেবক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সে সময় তিনি একবিন্দুও নিজের পরিবারের কথা চিন্তা না করে জনগণের সচেতনতা বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা পালন করেন। যতক্ষণ দূর্যোগ ছিল ততক্ষণ তিনি মাথায় হেলমেট, শরীরে রেইনকোট ও হাতে হ্যান্ড মাইক নিয়ে নিরলসভাবে জনগণের সাথে সম্পৃক্ততায় থাকার কারণে যোগ্য সমাজ সেবক হিসেবে খুলনা জেলা থেকে বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। আইন সহায়তা কেন্দ্র (আসক) কর্তৃক আয়োজিত আজ ১০ই ডিসেম্বর রোজ শনিবার খুলনার জেলা পরিষদ মিলনায়তনে মানবাধিকার করনীয় শীর্ষক আলোচনা সভা ও গুনী জনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম উদ্ধোধক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদিকুর রহমান খান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, মানবাধিকার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত অতিথিবৃন্দ।এছাড়াও আইন সহায়তা কেন্দ্র আসক এর বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।