খুলনা প্রেসক্লাবে আ’লীগের সুরক্ষা সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা প্রেসক্লাবের সদস্যদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি প্রেরিত মাস্ক ও সাবান সরবরাহ করা হয়েছে। খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে সোমবার দুপুরে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ ক্লাবের নেতৃবৃন্দের কাছে মাস্ক ও সাবান হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফারুক হোসেন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন মোল্লা ও জহির আব্বাস, আওয়ামী লীগ নেতা মল্লিক আলমগীর, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, সদস্য হারুন-অর-রশীদ, শেখ আব্দুল্লাহ, আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, সুনীল কুমার দাস, আসাদুজ্জামান খান রিয়াজ, এস এম আমিনুল ইসলাম প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ