খুলনা প্রেসক্লাবে আইনুল হক স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
দৈনিক পূর্বাঞ্চলের সহযোগিতায় ও খুলনা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আইনুল হক স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার সকল খেলা সম্পন্ন হয়েছে। স্থায়ী সদস্যদের মধ্যে অনুষ্ঠিত (উর্দ্ধ-৫০) দ্বৈত প্রতিযোগীতায় শেখ আবু হাসান ও এম এ জলিল জুটি চ্যাম্পিয়ন, নুরুল হাসান লিটু ও মোঃ আনিসউদ্দিন জুটি দ্বিতীয় ও মুহাম্মদ আবু তৈয়ব ও হাসান আহমেদ মোল্লা জুটি তৃতীয় হয়েছেন। অপর দিকে (অনুর্ধ-৫০) দ্বৈত প্রতিযোগীতায় রফিউল ইসলাম টুটুল ও প্রশান্ত বাছাড় জুটি চ্যাম্পিয়ন, মোহাম্মদ আলী সনি ও এম এ হাসান জুটি দ্বিতীয় এবং শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও মাহমুদ হাসান সোহেল জুটি তৃতীয় হয়েছেন।
রবিবার সন্ধ্যায় প্রতিযোগীতার ফাইনাল খেলায় শেখ আবু হাসান ও এম এ জলিল জুটি ২-০ সেটে নুরুল হাসান লিটু ও মোঃ আনিসউদ্দিন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপর এক ফাইনাল খেলায় রফিউল ইসলাম টুটুল ও প্রশান্ত বাছাড় জুটি ২-০ সেটে মোহাম্মদ আলী সনি ও এম এ হাসান জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতার সকল খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ বীরেন দাস বিরু।