খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুবীর রায় স্মরণে শোক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার ও বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম’র খুলনা প্রতিনিধি প্রয়াত সুবীর কুমার রায়-এর স্মরণে গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম হাবিব ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আলী, মকবুল হোসেন মিন্টু, আহমদ আলী খান, শেখ আবু হাসান, এ কে হিরু, ফারুক আহমেদ ও এস এম নজরুল ইসলাম, ক্লাবের সিনিয়র সদস্য আশরাফ-উল হক, সিনিয়র সহ-সভাপতি অমিয় কান্তি পাল, সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, মোঃ মোস্তফা সরোয়ার, এস এম সাহিদ হোসেন, সদস্য মোঃ হাবিবুর রহমান, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও শেখ মাহমুদ হাসান সোহেল, নির্বাহী সদস্য মোঃ আনিসুজ্জামান, হাসান আহমেদ মোল্লা, এস এম ফরিদ রানা ও সোহেল মাহমুদ, সদস্য শেখ দিদারুল আলম, অমল সাহা, অরুণ সাহা, আব্দুল হালিম, আলমগীর হান্নান, এম এ হাসান, মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, মোঃ জাহিদুল ইসলাম, হারুন-অর-রশীদ, দেবনাথ রনজিৎ কুমার, আবুল হাসান হিমালয়, দেবব্রত রায়, শেখ ইলিয়াস আহমেদ, আব্দুল মালেক, সাইদা আক্তার রিনি, এস এম নূর হাসান জনি, শেখ শামসুদ্দীন দোহা, আহমদ মুসা রঞ্জু, ক্ষুদে বঙ্গবন্ধু