খুলনা প্রেসক্লাবকে সাউন্ড সিস্টেম প্রদান
প্রেস বিজ্ঞপ্তি
খুলনা’র বিশিষ্ট ব্যাবসায়ী সঞ্জু কর্মকার ও সাংবাদিক আলি আবরার’র পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের জন্য চেক প্রদান করা হয়েছে। আজ রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ক্লাবের নির্বাহী পরিষদের সভা শেষে এ উপলক্ষে চেক প্রদান করা হয়। খুলনা প্রেসক্লাবের পক্ষে চেকটি গ্রহণ করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
এ সময়ে উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মামুন রেজা, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ) ও এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান, মোঃ আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল, মো: আমিরুল ইসলাম, মো: শাহ আলম, সোহেল মাহমুদ প্রমুখ।