খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধ শীর্ষক সেমিনার
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার দুপুর ২টায় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ আলতাফ হোসেন এবং পরিচালনায় ছিলেন ডিজিএম (কারিগরি) মোঃ আল মামুন।
এছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুস সালাম, বাপবিবো, খুলনা, ডিজিএম হাওলাদার মোঃ ফজলুর রহমানসহ সকল ডিজিএম, এজিএম (ওএন্ডএম/ইএন্ডসি/এমএস/এডমিন)। সেমিনারে জুনিয়র ইঞ্জিনিয়ার/সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার/সকল অভিযোগ কেন্দ্রের ইনচার্জ/সকল লাইন টেকনিশিয়ান/ ঠিকাদার/ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ মোট ৭৫ জনকে ‘বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে’ বিভিন্ন করনীয় বিষয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। সেমিনারে সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ আলতাফ হোসেন ‘বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে’ বিভিন্ন পরামর্শসমূহ প্রদান করেন।