January 19, 2025
আঞ্চলিকলেটেস্ট

খুলনা থেকে মাগুরার জঙ্গি সংগঠন আল্লার দলের দুই সদস্য আটক

দ. প্রতিবেদক
খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা স্কুল এলাকায় থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কথিত ‘আল্লার দল’র দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার এ ঘটনায় ফুলতলা থানায় মামলা হয়েছে।
আটকরা হলেন- মাগুরার শ্যামপুর গ্রামের মৃত ছকির উদ্দিন মোল্যার ছেলে কথিত আল্লার দল’র মাগুরা জেলার সদর থানার থানা নায়েক মোঃ সাইফুল ইসলাম (৩০) এবং একই এলাকার মোঃ ছুরত আলী মোল্যার ছেলে মাগুরা সদরের উপ থানা নায়েক মোঃ ইমরান হোসেন (২৮)।
র‌্যাব’র দাবি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে তারা এই সংগঠনের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকান্ডে স্বতঃর্স্ফুভাবে অংশগ্রহণ করে আসছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ মে থেকে এখন পর্যন্ত কথিত ‘আল্লার দল’র ১৮ জন নেতাকর্মীদের আটক করেছে র‌্যাব-৬।

দক্ষিণাঞ্চল প্রতিদিন / এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *