January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সুনীল ও সা: সম্পাদক শামীমুজ্জামান

খবর বিজ্ঞপ্তি
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচনে ইউটিভি’র ব্যুরো প্রধান সুনীল দাস সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টিভি’র প্রতিনিধি এএইচএম. শামীমুজ্জামান সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সবকয়টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের সবকয়টিতেই একজন করে প্রার্থী থাকায় সবাইকে বিজয়ী ঘোষনা করেন।
টিভি রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি সময় টিভির ব্যুরো প্রধান তরিকুল ইসলাম ও এশিয়ান টিভির ব্যুরো প্রধান বাবুল আকতার, যুগ্ম সম্পাদক গাজী টিভি’র ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন, কোষাধ্যক্ষ দেশ টিভি’র প্রতিনিধি এমডি. অসীম, প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি দানিয়েল সুজিত বোস, নির্বাহী সদস্য বিটিভি’র প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু, এনটিভি’র ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব, মোহনা টিভি’র ব্যুরো প্রধান মো: মুন্সি মাহবুব আলম সোহাগ ও ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি আমিরুল ইসলাম।
এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, তৌহিদুল ইসলাম তুহিন, জাহিদুল ইসলাম, মাহমুদ হাসান সোহেলসহ প্রেসক্লাবের সদস্য ও টিভি রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টিভি রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ আবু হাসান এবং দুই সদস্য সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: শাহ আলম ও সহ-সভাপতি হুমায়ুন কবির দায়িত্ব পালন করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *