December 4, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী দুদকের অভিযানে আটক

দ. প্রতিবেদক

প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মো. মিজানুর রহমানকে আটক করেছে দুদক। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা পরিষদ এলাকা থেকে আটক হয় মিজান।

মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বলেন, মিজানের বিরুদ্ধে ৪০৯/৪২০ ধারায় ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলা দায়ের করার পর মিজানকে আটক করা হয়।

তিনি আরও বলেন, মিজানের বিরুদ্ধে সিডিউল বিক্রয় বাবদ ২৬ লাখ ১৮ হাজার ৯৮০ টাকা, ভ্রমণ ভাতা বাবদ ১ লাখ ৮৩ হাজার ৫০৮ টাকা, খেয়াঘাটের খাস আদায় বাবদ ২১ লাখ ৩২ হাজার ১২০ টাকাসহ সর্বমোট ৪৯ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে থেকে আসামি মিজান ১৩ লাখ টাকা জেলা পরিষদের তহবিলে জমা দিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *