খুলনা জেলার অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার ইলাইপুরস্থ আনসার-ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বুধবার বিকাল ৩টায় ৯০জন ভিডিপি সদস্যের ২১দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। পরিচালক আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ মোল্লা আমজাদ হোসেন পিএএমএস প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি সন্ত্রাসদমন, বাল্যবিবাহরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কার্যকর ভ‚মিকা রাখার জন্য সদস্যদের প্রতি আহবান জানান। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবজীবনে কাজে লাগানোর মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার জন্য সকলকে অনুরোধ করেন।