খুলনা আরজেএসসি প্রাকটিশনার এসোসিয়েশনের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
খুলনা আরজেএসসি প্রাকটিশনার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল গফফার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিমল সাহা। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেডিএ এভিনিউস্থ যৌথ মূলধন কোম্পানী ও ফার্ম সমূহের খুলনা বিভাগীয় কার্যালয়ে এই কমিটি গঠণ করা হয়। এ্যাড. নীল কমল বিশ্বাস এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক ও উপদেষ্টা নির্বাচিত হয়েছেন।
দশ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ইফতেখার কামাল ও এ্যাড. শেখ শারাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ প্রতিম হিরক, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির উদ্দিন ও এ্যাড. মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন আরজেএসসি’র নিবন্ধক ও অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন, সহকারী নিবন্ধক মুহাম্মদ শফিকুল ইসলাম, এক্সামিনার অব একাউন্টস ফজলুর রহমান, সিনিয়র কম্পিউটার অপারেটর মোঃ মনিরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।