January 21, 2025
আঞ্চলিক

খুলনা আরজেএসসি প্রাকটিশনার এসোসিয়েশনের কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

খুলনা আরজেএসসি প্রাকটিশনার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল গফফার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিমল সাহা।  গতকাল বৃহস্পতিবার বিকেলে কেডিএ এভিনিউস্থ যৌথ মূলধন কোম্পানী ও ফার্ম সমূহের খুলনা বিভাগীয় কার্যালয়ে এই কমিটি গঠণ করা হয়। এ্যাড. নীল কমল বিশ্বাস এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক ও উপদেষ্টা নির্বাচিত হয়েছেন।

দশ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ইফতেখার কামাল ও এ্যাড. শেখ শারাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ প্রতিম হিরক, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির উদ্দিন ও এ্যাড. মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন আরজেএসসি’র নিবন্ধক ও অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন, সহকারী নিবন্ধক মুহাম্মদ শফিকুল ইসলাম, এক্সামিনার অব একাউন্টস ফজলুর রহমান, সিনিয়র কম্পিউটার অপারেটর মোঃ মনিরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *