November 27, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খুলনা অনলাইন শপিংয়ের তিন দিনব্যাপী বসন্তবরণ উৎসব শুরু

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বসন্তবরণ উৎসব আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ। আবহমান কাল থেকে এ দেশের মানুষ লোকজ সংস্কৃতিকে লালন করে আসছে। বিভিন্ন পার্বনে মেলার আয়োজন তারই ধারাবাহিকতা মাত্র। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের লোকজ ঐতিহ্য লালন করেন। তাঁর দায়িত্বশীল ভূমিকার কারণে দেশের নিজস্ব সংস্কৃতির ধারা উজ্জীবিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশের সংস্কৃতিকে মুছে ফেলতে চেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এ দেশের সংস্কৃতি মনস্ক জনগণ তাদের সেই অপতৎপরতাকে রুখে দিয়েছে।
সিটি মেয়র শুক্রবার সকালে নগরীর ধর্মসভাস্থ হোটেল ডিএস প্যালেসে আয়োজিত বসন্তবরণ ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনলাইন ভিত্তিক সংস্থা ‘খুলনা অনলাইন শপিং’ ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করে। সিটি মেয়র ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: মাহবুবুল আলম সোাহগ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাংবাদিক সুনীল দাস, খুলনা অনলাইন শপিং-এর প্রধান ফাতেমা আফরোজ, মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন, নারী উদ্যোক্তা মিসরাত মুক্ত, জহুরা আক্তার মায়া, জনি শারমিন, অনিমা জাহান মিম্মা, সায়মা বর্ষা, মনি খান, আফরিন আমিন বিভা, আবিদা সুলতানা, ফারিয়া রহমান, মুমতাহিনা আশা, শ্রমিক নেতা মুজিবর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরী পণ্যে প্রায় ৫০টি স্টল সাজানো হয়েছে। উদ্বোধন শেষে সিটি মেয়র স্টলগুলি ঘুরে ঘুরে দেখেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *