April 25, 2024
আঞ্চলিক

খুলনায় ২ লাখ ৩৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস

তথ্য বিবরণী

আগামীকাল শনিবার দেশব্যাপী ছয় মাস হতে পাঁচ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন এ খওয়ানো হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে খুলনার স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা সিভিল সার্জন দপ্তর এবং সিটি কর্পোরেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ শরাফত আলী প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও  প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এবছর খুলনা জেলায় নয়টি উপজেলা, একটি সিটি কর্পোরেশন এবং দুইটি পৌরসভায় ৬ হতে ১১ মাস বয়সী ৩১ হাজার ছয়শ ৪৩ শিশুকে এবং ১২ হতে ৫৯ মাস বয়সী দুই লাখ ৩৯ হাজার ছয়শ ৯৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ওরিয়েন্টেশনে দেওয়া তথ্যমতে সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা সাতশত ১০টি, মোবাইল টিম ৮০টি, এনজিও পরিচালিত কেন্দ্র ৫০টি, ভলেন্টিয়ার (ওয়ার্ড ভিত্তিক) এক হাজার একশত ৬০জন, মোট ভলেন্টিয়ার এক হাজার চারশত ২০ জন এবং সুপারভাইজার ৬২ জন। খুলনা জেলার নয়টি উপজেলা ও দুইটি পৌরসভায় মোট ইউনিয়নের সংখ্যা ৬৮টি, ওয়ার্ড সংখ্যা দুইশত চারটি, মোট টিকাদান কেন্দ্র এক হাজার ছয়শত ৪১টি, ভলেন্টিয়ার তিন হাজার দুইশত ৮২জন এবং মেডিকেল টিমের সংখ্যা একশত ১৬টি।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *