খুলনায় ২২৫ লিটার চোলাই মদসহ আটক ১
দ. প্রতিবেদক
খুলনায় ২২৫ লিটার চোলাই মদসহ কৈলাশ শাহনি (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬)। বৃহস্পতিবার দুপুরে নগরীর বার্মাশীল রোড থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৬ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানাধীন শিয়াবাড়ী বার্মাশেল, রেল কলোনী ষ্টেশন রোডস্থ শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের সামনে থেকে কৈলাশ শাহনিকে ২২৫ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ