May 10, 2025
আঞ্চলিকলেটেস্টশিক্ষা

খুলনায় ২১ দিনব্যাপী বইমেলা শুরু শুক্রবার

দ. প্রতিবেদক
খুলনায় আগামী ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হবে একুশে বইমেলা। চলবে ১৭ মার্চ পর্যন্ত। খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে ২১ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও একুশে বইমেলা প্রচার উপ-কমিটির আহ্বায়ক শাহানাজ পারভীন জানান, বইমেলা ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া আলোচনা সভা, শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, চিত্রাংকন, সংগীত ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন থাকবে। মেলা প্রাঙ্গণে সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *