খুলনায় ১৮০ বাসযাত্রীর থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত
জেলা প্রশাসনের অভিযান
দ: প্রতিবেদক
ঈদের ছুটি শেষে খুলনার বাসের টিকিটে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় ১৮০ জন যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ২৫ হাজার টাকা ফেরতের ব্যবস্থা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান।
তিনি জানান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণের পথযাত্রা নিরবিচ্ছিন্ন ও সহজকরণে জেলা প্রশাসন এর নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে খুলনা জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময়ে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে প্রায় ১৮০ জন যাত্রী এর নিকট হতে নেয়া প্রায় ২৫ হাজার টাকা তাদের ফেরত দেয়ার ব্যাবস্থা করা হয় এবং এ ঘটনায় দায়ী টুঙ্গীপাড়া, হানিফ, ঈগল, সৌদিয়া পরিবহনকে সতর্ক করা হয়।