খুলনায় ১০ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মানববন্ধন
দ. প্রতিবেদক
বকেয়া মজুরি-বোনাস পরিশোধ, পাটকলে দুর্নীতির তদন্ত, মজুরি কমিশন অনুযায়ী আলিম জুট মিলে অর্থ বরাদ্দসহ ১০ দফা দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। আজ সোমবার বেলা ১১টায় খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকরা।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ-নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে এই কর্মসূচি পালিত হয়েছে। এর আগে রবিবার দুপুরে জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষে মানবন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী।
মানববন্ধনে বক্তারা আলীম জুট মিলে মজুরি কমিশনের আওতায় বকেয়াসহ অর্থ বরাদ্দ, খালিশপুর-দৌলতপুর জুট মিলসহ ৫টি দৈনিক ভিত্তিক মিলে মজুরি কমিশনের বকেয়া এরিয়া প্রদান, শ্রমিক নেতাদের বিরুদ্ধে অডিট আপত্তি প্রত্যাহার, অলস মজুরি কর্তন বন্ধ, পিচ রেট শ্রমিকদের মজুরি কমিশন অনুযায়ী মজুরি প্রদান, কোরবানির আগে ঈদ বোনাস, অতিরিক্ত ঘরভাড়া কমানো ও আগামী তিন মাসের মধ্যে বন্ধ থাকা পাটকল পুনঃ চালু, শ্রমিদের নামে মামলা দ্রুত নিষ্পত্তিসহ ১০ দফা দাবি জানান।
মানববন্ধনে উপিস্থত ছিলেন পাটকল শ্রমিক নেতা দ্বীন ইসলাম, মো. মুরাদ হোসেন, মাওলানা হেমায়েত উদ্দিন আজাদী, শাহানা শারমিন, সোহরাব হোসেন, বিল্লাল হোসেন মল্লিক, হুমায়ুন কবির খান, খলিলুর রহমান, আবুল কালাম জিয়া, মিজানুর রহমান মানিক, ইব্রাহীম।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ