খুলনায় সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত
দ. প্রতিবেদক
খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নিহত হয়েছেন। রবিবার ভোররাতে লবণচরা থানার কাছে তার এলপি গ্যাসবাহী পিকআপ সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিকের মৃত্যু হয়।
তিনি রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও বাংলাদেশ প্রতিদিন এর খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের বড় শ্যালক। মোংলা থেকে পিকআপে এলপি গ্যাস নিয়ে তিনি খুলনায় তার ডিপোতে ফিরছিলেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আকস্মিক এ দুর্ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ