খুলনায় স্বাচিপ’র ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার যথাযথ মর্যাদায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা মেডিকেল কলেজে “বঙ্গবন্ধুর” প্রতিকৃতীতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কেক কাটা, মিষ্টি মুখ করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার সঞ্চানালয়ে ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বাচিপ, কেন্দ্রীয় কামিটির সাংগঠনিক সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ এবং আলোচনা সভার সভাপত্বি করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন ডা. মোল্লা হারুন অর রশিদ, ডা. মো: সালাহউদ্দিন রহমতুল্ল্যা, ডা. সুমন রায়, ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, ডা. বিষ্ণু পদ সাহা, ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, ডা. এস. এম. তুষার আলম, ডা. মো: জিল্লুর রহমান তরুন, ডা. এস. এম. মাহমুদুর রহমান রিজভী, ডা. শৈলেন্দ্রনাথ বিশ^াস, ডা. অনল রায়, ডা. কাজী করিম নেওয়াজ, ডা. সুদীপ পাল।