খুলনায় সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল স্বাভাবিক
দ. প্রতিবেদক
ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের খুব কাছেই বগিটি পরে যায়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, ‘শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস যাত্রীদের নামিয়ে দেওয়ার পর লাইন ক্রসিংয়ের সময় শেষ বগিটি স্টেশনের খুব কাছেই পরে যায়। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। অল্প সময়ের মধ্যেই বগিটি লাইনে ওঠানো হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ