খুলনায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
নগরীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনোয়ার হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানাধীন গিলাতলা মাতমডাঙ্গা ল্যাটেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার ২নং কলোনী সিম্মির বাড়ীর ভাড়াটিয়া ও মোঃ নেয়ামুল হোসেন খোকনের ছেলে।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ