খুলনায় সামাজিক দূরত্ব না মানায় ৩৭ জনকে অর্থদণ্ড
দ. প্রতিবেদক
খুলনায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিদেশফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত না হওয়ায় ৩৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার অভিযানগুলো পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন, সেটু কুমার বড়ুয়া এবং মোঃ তাহমিদুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্র জানায়, উদ্ভূত করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিদেশ-ফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকল্পে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সেনা সদস্য সহযোগে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও খুলনার পাইকগাছা, দিঘলিয়া, রূপসা, কয়রা, ডুমুরিয়াসহ বিভিন্ন উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) গণ টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে খুলনার বিভিন্ন উপজেলা ও মহানগরীতে ৩৭ জন ব্যক্তিকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় মোট ৫০ হাজার ৬ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন সেনা সদস্য, র্যাব, পুলিশ ও আনসারের সদস্যগণ।