May 19, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনায় সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন না মানায় ৩০ জনকে অর্থদণ্ড

দ. প্রতিবেদক
খুলনায় সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন না মানায় ৩০ জন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ বুধবার মহানগরীতে এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া, মোঃ রাকিবুল হাসান ও দেবাশীষ বসাক।
জেলা প্রশাসন সূত্র জানায়, উদ্ভূত করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিদেশফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকল্পে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সেনা সদস্য সহযোগে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মহানগরীর খালিশপুর, সোনাডাঙ্গা, নতুন রাস্তার মোড়, শিববাড়ী মোড়, বড় বাজার, সাউথ সেন্ট্রাল রোড, টিভি ক্রস রোড, নূরনগর, বয়রা কলেজ মোড় ও দৌলতপুর বাজার এলাকায় সেনা টহল ও ভ্রাম্যমান আদালতে ৩০ জন ব্যক্তিকে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ২২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহায়তা করেন সেনা সদস্য, র‌্যাব ও আনসারের সদস্যগণ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *