খুলনায় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ বিএমএসএফ’র
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে বুধবার সকাল ১০টায় করোনাকালীন খুলনায় কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন। সাংবাদিকদের পক্ষে মেয়রের হাত থেকে স্বাস্থ্য সামগ্রী গ্রহণ করেন খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মকবুল হোসেন মিন্টু ও নবাগত খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক বাংলাদেশের আলো’র ব্যুরো প্রধান শেখ মো: সেলিম।
এসময় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মো: শাহ আলম, মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা আব্দুল জব্বার, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, বিএমএসএফ খুলনার সমন্বয়কারী ওয়াহেদ উজ জামান বুলু, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, খুলনা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য হাসান আহম্মেদ মোল্লা, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা টাইমস এর সম্পাদক সুমন আহমেদ, কেইউজের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান জনি, ক্রীড়া সাংবাদিক দিলীপ বর্মন, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার আনিসুর রহমান কবীর, ফটো সাংবাদিক মামুন রেজা, ইমাম হোসেন সুমন, সাংবাদিক ফারহা শেখ, শরিফুল ইসলাম বনি প্রমুখ।
উল্লেখ্য, হিউম্যান রাইটস প্রজেক্ট এর সহায়তায় আন্তজার্তিক সংস্থা ইউএনডিপি বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মাধ্যমে করোনাকালীন কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে। ১০টি জেলায় ৯৫০ জন সাংবাদিকদের মাঝে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ