January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় র‌্যাবের অভিযানে ৫ রাউন্ড কার্তুজসহ আটক ১

দ. প্রতিবেদক
খুলনা মহানগরের জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৫ রাউন্ড কার্তুজসহ ত্রিনাথ চন্দ্র দাস ওরফে বিপ্লব (৪০) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৬। রবিবার বেলা দেড়টার দিকে তাকে আটক করা হয়। আটক বিপ্লব নগরীর খালিশপুর থানাধীন ১নং নেভী গেট এলাকার মৃত হরেন্দ্রনাথ দাস এর ছেলে।
র‌্যাব-৬’র সহকারী পরিচালক (মিডিয়া ও লিগ্যাল) এএসপি মো. মাহবুব উল আলম জানান, র‌্যাব-৬, (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে জিরোপয়েন্ট এলাকায় জনৈক কবির হোসেন এর কবির ভ্যারাইটি ষ্টোর নামক চায়ের দোকানের সামনে থেকে বিপ্লবকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশী করে ৫ রাউন্ড তাঁজা কার্তুজ, ২টি মোবাইল ফোন, ৩টি সীমকার্ড ও ৫ হাজার নগদ টাকাসহ হাতেনাতে জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে আসছে। আটক আসামীর বিরুদ্ধে নগরীর হরিণটানা থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯ (অ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *