খুলনায় র্যাবের অভিযানে কষ্টি পাথরসহ দুই পাচারকারী আটক
দ. প্রতিবেদক : খুলনার বটিয়াঘাটায় ৬০ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরসহ দুই জন পাচারকারীকে আটক করেছে র্যাব-৬। রবিবার রাত সাড়ে ৮ টায় বটিয়াঘাটার হাটবাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ওই গ্রামের মৃত আব্দুল খালেক ফকিরের ছেলে মোঃ আব্দুর রহমান (৩০) ও কালচাঁদ বাচারের ছেলে ওমালিন্দ বাচার (৩৫)।
র্যাব-৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মোঃ মাহবুব-উল-আলম জানান, র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। আটকের পর তাদের হেফাজতে থাকা একটি কথিত কষ্টি পাথর উদ্ধার করা হয়। যার বর্তমান আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
তিনি জনান, তারা শিকার করেছে, পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কথিত কষ্টি পাথর নিজদের হেফাজতে রেখেছিলেন। তাদেরকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর পূর্বক মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।