January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় র‌্যাবের অভিযানে ৯৭৮ পিস ইয়াবাসহ আটক ১

দ. প্রতিবেদক
খুলনায় মাদকবিরোধী অভিযানে ৯৭৮ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৬ এর সদস্যরা। আটক মোঃ আশরাফুল গাজী (২৫) পাইকগাছা উপজেলার সোনাতন কাঠি এলাকার মোঃ আকবার গাজীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।
র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. মাহবুব উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে খুলনার পাইকগাছা থানাধীন হরিঢালী গ্রামস্থ (গোয়ালডাঙ্গা মোড়) জনৈক নাজমুল হোসেন এর মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে আশরাফুলকে ৯৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে আটক আসামীর বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *